আমার সম্পর্কে

মাহফুজুল হক জগলুল ,পেশায় স্থপতি । ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করে স্থাপত্য পেশায় যুক্ত হন । হাইরাইজ বিল্ডিং, পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে তার ডিজাইন করা নানা রকম স্থাপত্যকর্ম , ইন্টেরিওর স্থাপত্য ও ল্যান্ডস্কেপ স্থাপত্যের নানা নিদর্শন ছড়িয়ে আছে সারা দেশে । স্কুল ও কলেজ জীবন কেটেছে মির্জাপুর ক্যাডেট কলেজে , সেখান থেকেই কঠোর সামরিক পরিবেশের মধ্যেই ১৯৭৯ সালে ১৯৭৯ সালে মাধ্যমিক ও ১৯৮১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন । প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ওতপ্রোতভাবে জড়িয়ে যান বামপন্থী ছাত্র রাজনীতির সাথে । ছাত্রজীবনের প্রায় পুরোটা সময়ই সরাসরি জড়িত ছিলেন স্বৈরারচার বিরোধী আন্দোলনের সাথে আর এর পথ ধরেই গ্রেফতার ও কারা নির্যাতন ভোগ করেন । ১৯৮৭ সালে স্থাপত্য বিভাগ ছাত্র সংসদের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন। ১৯৮২ সালে গুণী স্থপতি বন্ধু ও রুমমেট প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক এনামুল করিম নির্ঝর নেতৃত্বে অন্যন্য বন্ধুদের সাথে নিয়ে গড়ে তোলেন বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন , চিহ্ন । বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সবসময়ই অল্পস্বল্প লেখালেখি ও সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত ছিলেন ,সেই অল্পস্বল্প লেখালেখি এখনো থেমে থেমে চলছে । লেখালেখির পাশাপাশি পেইন্টিং , ফটোগ্রাফি ,আলপনা আঁকা আর দেশ ভ্রমন তার নেশা । এছাড়া তার কাজের একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে দক্ষিনাঞ্চলের গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর গৃহের ডিজাইন ও এর পরিবেশ নিয়ে গবেষনা , এছাড়া ল্যান্ডস্কেপ ডিজাইনেও আছে তার গভীর আকর্ষন ।